জামায়াত-ইসলামী আন্দোলন আমীরের সাক্ষাৎ, ঐক্যের আভাস
- আপডেট সময় : ০৮:৩৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৮৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।পরে তিনি চরমোনাই পীরের দেওয়া মধ্যাহ্নভোজে অংশ নেন। এর মধ্য দিয়ে দুই দলের ঐক্যের আভাস দিলেন জামায়াত আমির।এবং চরমোনাই দরবারকে নিয়ে মন্তব্যে প্রশংসায় ভাসান।
দলের কর্মী সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে বরিশালে আসেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে চরমোনাই পীরের দরবারে রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় তারা রাজনৈতিক নানা বিষয়ে কথা বলেন। পরে দুই দলের নেতা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য হচ্ছে কিনা প্রশ্নের জবাবে দুই দলের আমির ঐক্যের জন্য জনসাধারণের কাছে দোয়া চান। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে ইসলামী দলগুলো ভোটকেন্দ্রে একটি বাক্স পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এবিষয় নিয়ে আলোচিত ইসলামিক বক্তা চরমোনাই সমর্থক মুফতি রেজাউল করিম আবরার নিজের ফেসবুক আইডিতে ভোটের বক্স এক হচ্ছে বলে স্ট্যাটাস দিয়ে ইতিবাচক মন্তব্য করেন।