বিএনপি মহাসচিবের সাথে খেলাফত মজলিসের বৈঠক
- আপডেট সময় : ০৯:১৬:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
- / ৮৩২ বার পড়া হয়েছে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন খেলাফত মজলিশের নেতারা। জাতীয় ঐক্যসহ বিভিন্ন বিষয়ে ঐক্যমত গড়তে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে খেলাফত মজলিশের ৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন খেলাফত মজলিসেরশর আমির মাওলানা আবদুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের।
প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, আবদুল্লাহ ফরিদ, যুগ্ম মহাসচিব জাহাঙ্গীর হোসেন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, মোস্তাফিজুর রহমান ফয়সাল ও আবদুল জলিল।
বৈঠকের পর খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের বলেন, ‘আমরা যারা আন্দোলন করেছি, সেসব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করাসহ সাতটি পয়েন্টে বৈঠকে আমরা একমত হয়েছি। এর আলোকে আমরা কাজ করব ইন-শা-আল্লাহ। বিশেষ করে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য সাধন করা এবং সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করা।এবং জুলাই – আগস্ট যে কারণে বিপ্লব হয়েছিল, এটাকে অটুট রাখা।