বিশ্বনাথে যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন
- আপডেট সময় : ০৫:২২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ৯১৮ বার পড়া হয়েছে
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রপথিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সহযোগি সংগঠন যুব জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুর ২ টায় বিশ্বনাথ উপজেলা জমিয়ত কার্যালয়ে এ কাউন্সিল সম্মেলন অনুষ্ঠিত হয়। যুব জমিয়ত বিশ্বনাথ উপজেলার সভাপতি মাও. বুরহান উদ্দিন সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাওলানা আব্দুস শহিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক মাও. মনসুর আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বিশ্বনাথ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাও. ফখরুল ইসলাম। ছাত্র জমিয়ত বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক সভাপতি হা.মাও. শাহেদ আহমদ সাহেব, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাও. জাকির চৌধুরী, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি ইমরান আহমদ, সাবেক প্রশিক্ষণ সম্পাদক সাইদ আহমদ ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
উক্ত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিজ মাওলানা শাহেদ আহমদ কে সভাপতি, মাওলানা ইমরান আহমদ কে সাধারণ সম্পাদক ও মাওলানা সাইদ আহমদ কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সিনিয়র সহসভাপতি মাওলানা বুরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহজাহান, অর্থ সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক মাওলানা আতিকুর রহমান।