শীতার্তদের মাঝে ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পশ্চিমের শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৮:১৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
- / ৮৫৮ বার পড়া হয়েছে
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহর নেতৃত্বে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের এক মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ‘শীতের ভালোবাসা বিতরণ’ শিরোনামে এই উদ্যোগের অংশ হিসেবে ২১ জানুয়ারি ‘২৫ইং (মঙ্গলবার) গভীর রাতে ঢাকা মহানগর পশ্চিমের আওতাধীন রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া ও কাজীপাড়া এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
তীব্র শীতের প্রকোপে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে এই আয়োজনের মাধ্যমে ছাত্র জমিয়ত প্রমাণ করেছে যে, সবসময়ই তারা মানবতার সেবায় নিবেদিত। শীতার্ত মানুষকে সহযোগিতা করা সামাজিক দায়বদ্ধতার একটি অংশ এবং ছাত্র জমিয়তের পাঁচটি স্থায়ী কর্মসূচির অন্যতম কর্মসূচিও হল, খেদমতে খালক বা সমাজসেবা। ভবিষ্যতেও ছাত্র জমিয়ত এ ধরনের জনহিতকর কার্যক্রম চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের কমতি রাখবে না ইনশা আল্লাহ। এ ধরনের সেবামূলক উদ্যোগের মাধ্যমে ছাত্র জমিয়ত মানবতার সেবায় নিজেদের অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছে
উল্লেখযোগ্য এই আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রইস, সহ-সভাপতি ওসামা হাবিব, আহমাদ আল গাজি, অর্থ সম্পাদক হাসনাইন মেরাজ এবং নির্বাহী সদস্য সাইফুল ইসলাম, মারুফ বিল্লাহ ও মুস্তাকিম বিল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।